বগুড়া সদরের গোকুল এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনের সামনে অ্যাম্বুলেন্সের ধাক্কায় জাহিদ হাসান মুরাদ (৩৬) নাম এক যুবক নিহত হয়েছেন।
একই ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। তাদের নাম পরিচয় জানা যায়নি। তবে তাদের বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার দুপুরে বগুড়া-রংপুর মহাসড়কের গোকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুরাদ বগুড়া শহরের মালতিনগর এলাকার বাসিন্দা। অ্যাম্বুলেন্সটির হেলপার গাড়ি চালু করতে গেলে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ তাকে গ্রেফতার করেছে।
বগুড়া সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান জানান, শুক্রবার বগুড়া থেকে রংপুরগামী একটি পিকনিক দলের বাস টিএমএসএস সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নিতে থামে। গ্যাস নেয়ার সময় যাত্রীরা বাস থেকে নেমে দাঁড়ায়। একই সময় রোগীবাহী একটি অ্যাম্বুলেন্স সেখানে সিএনজি নিয়ে চালক কাউন্টারে মূল্য পরিশোধ করেছিল। এ সময় অ্যাম্বুলেন্সটির হেলপার সাদেক গাড়ি চালু করে ঘোরানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে ফিলিং স্টেশন চত্বরে দাঁড়িয়ে থাকা মুরাদকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ হেলপার সাদেককে (২৫) গ্রেফতার করেছে।
লিমন বাসার/এমএএস/পিআর