সাতক্ষীরার তালা উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. মফিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে পাটকেলঘাটা থানার কটাখালী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
মাওলানা মো. মফিদুল ইসলাম পাটকেলঘাটার কাটাখালি গ্রামের ইউসুফ আলীর ছেলে।
পাটকেলঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জাগো নিউজকে বলেন, গ্রেফতার মফিদুল ইসলামের বিরুদ্ধে ছয়টি নাশকতা মামলা রয়েছে। দীর্ঘদিন পলাতক ছিলেন তিনি।
আকরামুল ইসলাম/আরএআর/জেআইএম