রাজবাড়ীতে বিশ্ব সর্প উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের দিন থেকে সাত দিনব্যাপী সর্প মেলার উদ্বোধন ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় রাজবাড়ী স্নেক ফার্মের আয়োজনে ফার্ম প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. গণেশ চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নুরুজ্জামান।আলোচনা শেষে ফার্ম হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় এলাকায়। র্যালিটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফার্ম প্রাঙ্গনে এসে শেষ হয়।এসময় উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রাজ্জাক, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি অ্যাড. খান মো. জহুরুল হক, প্রেসক্লাবের সাবেক সভাপতি মুসা বিশ্বাস, রাজবাড়ী জেলা টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক কাজী আব্দুল কুদ্দুস বাবু, এটিএন বাংলার জেলা প্রতিনিধি লিটন চক্রবর্তী, ফার্মের উদ্যোক্তা ও মালিক রবিউল আলম রঞ্জু, ফার্মের অন্যতম উদ্যোক্তা তন্ময় সরকার প্রমুখ।সাপের খামার করে আমারা প্রতি বছর হাজার হাজার কোটি টাকা বৈদেশিক মুদ্রা আয় করতে পারি। এর বিষ দিয়ে ওষুধ তৈরি করেও বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব বলে মনে করেন বক্তারা।রুবেলুর রহমান/এমজেড/আরআই