টানা কয়েকদিনের শীতে চাঁপাইনবাবগঞ্জে বেড়ে গেছে সব ধরনের সবজি ও মাছের দাম। বিক্রেতাদের দাবি বাজারে সবজির আমদানি কম হওয়ায় দাম বেড়েছে। তবে ক্রেতাদের অভিযোগ শীতের অজুহাতে ব্যবসায়ীরা দাম বাড়িয়েছে।
রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জ মডার্ন মার্কেট তহাবাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি সবজির দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত।
কয়েকদিন আগেও খুচরা বাজারে নতুন আলুর দাম ছিল ২২ থেকে ২৪ টাকা কেজি। বর্তমানে ওই আলু বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি। এছাড়াও কাঁচা মরিচের কেজি প্রতি দাম বেড়েছে ২৫ থেকে ২৮ টাকা, ফুলকপি ১৬ থেকে ১৮ টাকা, বাঁধাকপি ৮ থেকে ১০ টাকা, বেগুন ১০ থেকে ১৫ টাকা, পটল ১৮ থেকে ২০ টাকা। অন্যান্য সব ধরনের সবজির দামও বেড়েছে।
সবজি কিনতে আসা আব্দুর রউফ বলেন, বছরের এসময় শীতের সবজির দাম থাকে সবচেয়ে কম। কিন্তু বাজারে পর্যাপ্ত সবজির থাকার পরেও দাম চড়া। শীতের অজুহাতে ব্যবসায়ীরা সবজির দাম বাড়িয়ে দিয়েছে। তিনি আক্ষেপ করে বলেন, এগুলো দেখার তো কেউ নেই তাই বিক্রেতারা যেভাবে পারছে সাধারণ মানুষকে ঠকাচ্ছে।
মডার্ন মার্কেট তহাবাজার সমিতির সভাপতি ও সবজির ব্যবসায়ী আব্দুল খালেক জানান, অতিরিক্ত ঠান্ডার কারণে শহরের ও জেলার বাইরে থেকে সবজি আসছে কম। সে কারণে পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজেরও এর প্রভাব পড়েছে। তবে ঠান্ডা কমলে সবজির দাম আবারও কমে যাবে।
এদিকে মাছের দামও কিছুটা চড়া। মাছের আড়তদার তুজিরুল ইসলাম জানান, ঠান্ডার কারণে মাছ ধরতে পারছে না জেলেরা। সে কারণে আমদানিও কমে গেছে। কেজি প্রতি মাছের দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা বলে জানান এ ব্যবসায়ী।
আব্দুল্লাহ/এফএ/আইআই