দেশজুড়ে

ফেঞ্চুগঞ্জে ৫ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় ছাত্রলীগের ৫ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে। রোববার মামলাটি নথিভুক্ত করা হয়।

ফেঞ্চুগঞ্জে শাহজালাল সার কারখানা এলাকায় আবাসিক ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান আহমদ নির্মাণ সংস্থা অ্যান্ড এস রায়হান ট্রেডিং কর্পোরেশনের ব্যবস্থাপক আব্দুল মান্নান বাদী হয়ে এ মামলা করেন।

চাঁদাদাবি, অপহরণ করে অবরোধ করে রাখা এবং সাদা কাগজে স্বাক্ষর নিয়ে মারপিট ও ভয়ভীতির অভিযোগ এনে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাবেদুর রহমানকে প্রধান আসামি করে ফেঞ্চুগঞ্জ থানার মামলা করেন আব্দুল মান্নান।

মামলার অন্য আসামিরা হলেন- উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জালাল আহমদ (২৮), উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুহেব আহমদ (৩০), উপজেলা ছাত্রলীগ নেতা কাবিলুর রহমান সোহেল (৩০), ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়সল আহমদ (৩০)।

মামলার বাদী আব্দুল মান্নান বলেন, উল্লেখিত ব্যক্তিরা আমাকে নির্মাণাধীন বিল্ডিংয়ের কাছ থেকে শুক্রবার রাতে অপহরণ করে ফেঞ্চুগঞ্জ রেলস্টেশন এলাকায় নিয়ে মারধর করে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে ফেঞ্চুগঞ্জ ফেরিঘাট এলাকায় ছেড়ে দেয়।

ছামির মাহমুদ/এএম/আরআইপি