দেশজুড়ে

টাঙ্গাইলে দুই জেএমবি সদস্য রিমান্ডে

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মসিন্দা গ্রাম থেকে গ্রেফতার দুই জেএমবি সদস্যের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হামিদুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেফতাররা হলেন- আশফাকুর রহমান (২২) ওরফে আবু মাহির আল বাঙ্গালী ও রাকিবুল হাসান (১৯) ওরফে আবু তাইদির আল বাঙ্গালী।

আদালত পরিদর্শক আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১ জানুয়ারি নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার সময় সিএমপি সদরঘাট থানার বালুরমাঠ সংলগ্ন একটি ৫তলা ফ্ল্যাট থেকে কাউন্টার টেরোরিজম ইউনিট দুই জঙ্গিকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১০টি গ্রেনেড ও দুটি সুইসাইডাল ভেস্ট উদ্ধার করা হয়। পরে তারা পুলিশের কাছে জেএমবির কাজে জড়িত থাকার কথা জানায়। এছাড়া তারা টাঙ্গাইলে গ্রেফতার দুই সহোদর ভাই জেএমবির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়।

টাঙ্গাইলের র‌্যাব-১২ এর উপ-পরিদর্শক রবিউল ইসলাম তাদেরকে টাঙ্গাইল আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালতের বিচারক শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ৫ সেপ্টেম্বর টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মসিন্দা গ্রামের সৈয়দ আবুল হাসান চিশতির নামে এক পীরের বাড়িতে জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে একটি ড্রোনসহ পীরের ছেলে ও দুই সহোদর ভাইকে আটক করে র‌্যাব-১২ এর সদস্যরা।

আরিফ উর রহমান টগর/আরএআর/এমএস