আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাতের কারণে বিমানবন্দর বন্ধ ঘোষণা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের কারণে দেশটির গুরুত্বপূর্ণ জুয়ান্দা বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সেখানে অগ্ন্যুৎপাতে সৃষ্ট ছাই ভস্মের কারণে বিমানবন্দরটি বন্ধ ঘোষণা করা হয়। খবর এএফপির।একই আগ্নেয়গিরি থেকে উদগিরণ হওয়া ছাই ভস্মের কারণে ইন্দোনেশিয়ার অবকাশ যাপন কেন্দ্র বালি দ্বীপের কাছের বিমানবন্দর বন্ধ করে দেয়ার কয়েকদিন পর প্রধান দ্বীপ জাভার সুরাবায়ায় গুরুত্বপূর্ণ এ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হলো।উল্লেখ্য, বালি দ্বীপের কাছের ওই বিমানবন্দর বন্ধ ঘোষণা করায় সেখানে হাজার হাজার পর্যটককে আটকে পড়তে হয়।বিমানবন্দরের মুখপাত্র লিজা অনিনদিয়া  বলেন, মাউন্ট রাউংয়ের অগ্ন্যুৎপাতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার কারণে স্থানীয় সময় বেলা দেড়টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সুরাবায়ার কাছের জুয়ান্দা বিমানবন্দর কর্তৃপক্ষ বন্ধ রাখার নির্দেশ দেয়।তিনি বলেন, এ ছাই ভস্মের কারণে ফ্লাইট দুর্ঘটনার কবলে পড়তে পারে এমন শংকা থেকেই এ বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়।এই বিমানবন্দর এমন এক সময় বন্ধ ঘোষণা করা হলো যখন বিশ্বের সবচেয়ে জনহুল মুসলিম সংখ্যাগরিষ্ট এ দেশের লোকজন তাদের পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটাতে নিজ শহর ও গ্রামে ফিরছে।বিমানবন্দর কর্মকর্তারা জানান, এতে এ দ্বীপের নগুরাহ রাই বিমানবন্দরে হাজার হাজার পর্যটক আটকা পড়ে এবং প্রায় ৯শ ফ্লাইট বাতিল বাতিল বা বিলম্বিত হয়।এসকেডি/আরআই