নেত্রকোনায় ৪শ মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় মোক্তারপাড়া নব নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, সেমাই, তেল, লুঙ্গী ও একটি করে শাড়ি। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার, নেত্রকোনা জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড নূরুল আমিন, সহকারী কমান্ডার আব্দুল মতিন খান ও আক্কাস আলী আহমেদ। জেলা ইউনিট কমান্ডার নুরুল আমিন জাগো নিউজকে জানান, জীবিত মুক্তিযোদ্ধা থেকে শুরু করে সকল শ্রেণির ৪০০ মুক্তিযোদ্ধার পরিবারকে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়েছে। কামাল হোসাইন/এসএস/পিআর