দিনাজপুরে অভিযান চালিয়ে অস্ত্র ফেনসিডিল প্রাইভেটকারসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩) সদস্যরা।
গ্রেফতাররা হলেন- দিনাজপুর শহরের মৃত দীপক লাল রায়ের ছেলে শ্রী শুভ রায় (৩৬), বিরামপুর তৈয়বপুর চৌধুরীপাড়া গ্রামের মো. ছাইদুল ইসলামের ছেলে মিনু ইসলাম (২৭), অচিন্তপুর গ্রামের ওবায়দুর রহমানের ছেলে ইমরুল কাওসার (২৮) ও রূপরামপুর গ্রামের আব্দুর গফুরের ছেলে মো. মিলন মিয়া (২৭)।
র্যাব-১৩ কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, শুক্রবার রাতে র্যাব-১৩ এর একটি দল সদর উপজেলার রামসাগর মোড়স্থ বায়তুস সালাম মসজিদের সামনে রাস্তার ওপর চেকপোস্ট বসায়।
এ সময় সন্দেহজনকভাবে একটি প্রাইভেটকার তল্লাশি করে ১টি ওয়ান শুটার গান ও ২৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সেই সঙ্গে প্রাইভেটকারে থাকা চারজনকে গ্রেফতার করা হয়।
এ নিয়ে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম।
এমদাদুল হক মিলন/এএম/জেআইএম