ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বাসের ধাক্কায় দুই নারী নিহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার ডুবাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মির্জাপুর উপজেলার জামুর্কী গ্রামের মৃত বাবু মিয়ার স্ত্রী বিলাসী (৬০) ও একই গ্রামের সামু মিয়ার স্ত্রী মর্জিনা (৪৮)। গোড়াই হাইওয়ে পুলিশ ফাঁড়ির (ওসি) খলিলুর রহমান পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবারে বিকেলে উপজেলার ডুবাইল এলাকায় তারা রাস্তা পার হচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুই নারীর মৃত্যু হয়। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
জেডএ