দেশজুড়ে

সোয়েটার পেয়ে খুশি সুবিধা বঞ্চিত শিশুরা

শীত নিবারণের নতুন সোয়েটার পেয়ে বেশ খুশি পঞ্চগড়ের বিভিন্ন এলাকার সুবিধা বঞ্চিত শিশুরা। মঙ্গলবার সকালে স্থানীয় সরকারি অডিটোরিয়ামে অনুষ্ঠিত দুই দিনব্যাপি জাতীয় শিশু পুরস্কার প্রদান উপলক্ষে সোমবার সকালে সুবিধা বঞ্চিত শিশুদের এই সোয়েটার প্রদান করা হয়।

জেলা প্রশাসনের সহায়তায় বাংলাদেশ শিশু একাডেমি পঞ্চগড় কার্যালয়ের আওতাধীন শিশু বিকাশ ও প্রাক প্রাথমিক শ্রেণির সুবিধা বঞ্চিত ৬০ শিশুকে সোয়েটার প্রদান করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আকতারুজ্জামান।

এসময় রোভার স্কাউট্স পঞ্চগড়ের কমিশনার আব্দুল কাদের, পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সফিকুল আলমসহ শিশুদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এদিকে দুই দিনব্যাপি পুরস্কার প্রতিযোগিতায় মোট ২৮টি ইভেন্টের ৫ জন করে পাঁচ উপজেলার ১৪০ প্রতিযোগী অংশ নেবে। বুধবার ২৮টি ইভেন্টের প্রতিটির বিপরীতে ১ম, ২য় এবং ৩য় পর্যায়ে ৩ জন করে প্রতিযোগিকে পুরস্কার প্রদান করা হবে।

জেলা শিশু একাডেমির প্রাক প্রাথমিক শিক্ষা প্রকল্পের শিক্ষার্থী মো. ফাহিমের অভিভাবক জাহানারা বেগম বলেন, আমি জেলা শহরের রামের ডাংগা মহল্লায় নদীর ধারে বসবাস করি এবং বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করি। এই বার শীতে কোনো শীতবস্ত্র পাইনি। তবে শিশু একাডেমি থেকে ছেলের জন্য সোয়েটার পেয়ে ছেলের পাশাপাশি আমিও খুশি।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আক্তারুজ্জামান বলেন, একটি প্রকল্পের আওতায় এখানে সুবিধা বঞ্চিত শিশুরা লেখাপড়ার সুযোগ পায়। এসব শিশুর কথা চিন্তা করে জেলা প্রশাসনের কাছে শীতবস্ত্রের জন্য আবেদন করি। পরে উপজেলা প্রশাসনের সহায়তায় শিশুদের নতুন সোয়েটার প্রদান করা হয়।

সফিকুল আলম/এমএএস/এমএস