বাগেরহাটের মোড়েলগঞ্জে লোকালয়ে আসায় রয়েল বেঙ্গল টাইগারের শাবককে পিটিয়ে হত্যার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বনবিভাগ।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের ঘুলিষাখালী এলাকায় মঙ্গলবার সকালে আসা সুন্দরবনের ওই বাঘকে পিটিয়ে হত্যা করে গ্রামবাসী। এ সময় বাঘের আক্রমণে ৬ গ্রামবাসী আহত হয়।
এ ঘটনায় পূর্ব সুন্দরবনের সহকারী বন কর্মকর্তা মেহেদীজ্জামানকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে ৩ দিনের মধ্যে পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. মাহমুদুল হাসানের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, খুলনা থেকে আসা চিকিৎসক দল জিউধরা ফরেস্ট ক্যাম্পে নিহত বাঘটির ময়নাতদন্তের কাজ সম্পন্ন করেছেন। মঙ্গলবার দুপুরে জিউধরা ফরেস্ট ক্যাম্পে নিহত বাঘটির ময়নাতদন্ত হয়।
এর আগে মঙ্গলবার ভোরে ক্ষুধার্ত রয়েল বেঙ্গল টাইগারটি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার গুলিশাখালী গ্রামে একটি মৎস্য ঘেরে ঢুকে দুই ব্যক্তির ওপর আক্রমণ করে।
এ সময়ে আতঙ্কিত গ্রামবাসী মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লাঠি সোটা নিয়ে বাঘটিকে ঘিরে ফেলে। পরে গ্রামবাসীর এলোপাতাড়ি পিটুনিতে বাঘটি মারা যায়।
শওকত আলী বাবু/এএম/এমএস