দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে কবর খুঁড়ে লাশের অঙ্গ-প্রত্যঙ্গ চুরি, চোর আটক

ঠাকুরগাঁওয়ে কবর খুঁড়ে লাশের আঙ্গুল, চোখসহ কাফনের কাপড় চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সদর থানার পুলিশ অভিযুক্ত রিপনসহ ৩ জনকে আটক করেছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় বিক্ষুদ্ধ জনতা অভিযুক্তের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শহরের হঠাৎপাড়ার বাসিন্দা বারেক মিয়া (১০৫) গত শনিবার বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। তাকে মুন্সিপাড়া গোরস্থানে দাফন করা হয়। পরিবারের লোকজন ওই বৃদ্ধের লাশ কয়েক দিন পাহারা দিয়ে রাখে। বৃহস্পতিবার ভোরে ওই বৃদ্ধের প্রতিবেশী রিপন কবর খুঁড়ে লাশের আঙ্গুল, কলিজা, চোখ, কাফনের কাপড়, মাথার চুল চুরি করে নিয়ে আসে। সকালে মৃতের পরিবারের লোকজন কবরটি খোঁড়া দেখে ভেতরে তাকালে দেখে লাশের অঙ্গগুলো নাই। এরপর তারা সেগুলো খুঁজতে শুরু করে।

এলাবাসীর সূত্র ধরে এসব কাজ এর আগেও রিপন নামে একজন করেছিল লাশের পরিবারের লোকজন জানতে পারে। পরে রিপনকে জিজ্ঞাসাবাদ করলে সে লোকজনের উপর চড়াও হয়। উত্তেজিত জনতা দুপুর ১২টার দিকে অভিযুক্ত রিপনের বাড়িতে হামলা চালায়। এসময় তারা ওই বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রিপন, তার মা লিলি বেগম ও নানি আমেনা বেগমকে আটক করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে এলাকায় থমথমে উত্তেজনা বিরাজ করছে। এখনও পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ওসি (তদন্ত) কফিল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে লাশের দুটো আঙ্গুল উদ্ধার করা হয়েছে। রিপনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসা করলে সে জানায়, কেন যে এমনটা করলাম জানি না। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

রবিউল এহসান রিপন/এমএএস/জেআইএম