দেশজুড়ে

২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নত হবে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছেন। দুইটি রুপকল্প আছে- ২০২১ ও ২০৪১ সাল। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নত হবে। আমরা আর পৃথিবীর বুকে ভিক্ষুকের জাতি হিসেবে পরিচিত থাকব না।

বৃহস্পতিবার মুন্সীগঞ্জের টংগিবাড়ি উপজেলার বড়লিয়া এলাকার মুন্সীগঞ্জ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, আমরা প্রয়োজনে পৃথিবীর অন্যান্য দেশ যারা বিপদে থাকে, না খেয়ে থাকে তাদের সহায়তা করতে পারব। এ রকম একটি পরিস্থিতিতে আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করব। এটাই জাতির জনকের কন্যা শেখ হাসিনার রুপকল্প।

তিনি বলেন, ২০৪১ সালে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ থেকে গ্র্যাজুয়েট হয়ে উন্নত বিশ্বের সঙ্গে এক কাতারে যাবে। কানাডা, ইউরোপ, আমেরিকার মতো দেশের কাতারে আমরা যাব। এই রুপকল্প নিয়ে অনেকেই সন্দেহ করে, অনেকেই হাসি ঠাট্টা করেছে।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশ অলরেডি মধ্যম আয়ের দেশে যাওয়ার জন্য তিনটি ধাপ অর্জন করেছে এবং পৃথিবীর কোনো দেশ এই তিনটি ধাপ অর্জন করেনি। বেশির ভাগই অর্জন করেছে দুইটি ধাপ। মধ্যম আয়ের দেশে যাওয়ার জন্য মাথাপিছু আয় ১২৭০ ডলার দরকার হয়। বাংলাদেশের মাথাপিছু আয় বর্তমানে ১৬১০ ডলার। প্রতিটি সূচকে আমরা এগিয়ে আছি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন- আওয়ামীলীগ নির্বাচনে আসলে শতকরা ৮ ভাগ ভোট পাবে। এই কথার প্রেক্ষিতে মন্ত্রী বলেন, পাগলে কিনা কয়, ছাগিলে কিনা খায়। কে কি বলল তা নিয়ে পড়ে থাকতে রাজী না আমরা, আমরা চাই বাংলাদেশ সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াক। বাংলাদেশ এখন আর তলা বিহীন ঝুড়ি নয়, বাংলাদেশের ঝুড়ি এখন উপড়ে পড়ছে। এ বছরের ডিসেম্বরের মধ্যেই জাতি আরেকটি সরকার পাবে। এই নির্বাচনে যদি ভুল করি, আমরা যদি আবোল-তাবোল কথা শুনে অন্য দলের পক্ষে যাই তাহলে পিছিয়ে যাব।

জেলা প্রশাসক সায়লা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. সেলিম রেজা, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান প্রমুখ।

ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/আইআই