দেশজুড়ে

মাছ ধরার সময় মিলল গ্যাস গ্রেনেড

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি তাজা ও একটি ব্যবহৃত গ্যাস গ্রেনেড উদ্ধার করেছে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।

শনিবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়ক সংলগ্ন গোসাইজানি-চকনদী সড়কের উপজেলার ইদিলপুর ইউনিয়নের একবারপুর এলাকার একটি ব্রিজের নিচ থেকে গ্যাস গ্রেনেড দু’টি উদ্ধার করে পুলিশ।

ধাপেরহাট পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে একবারপুর গ্রামের একটি ব্রিজের নিচে মাছ ধরার সময় স্থানীয়রা গ্যাস গ্রেনেড দু’টি দেখতে পায়। পরে খবর পেয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ এসে গ্যাস গ্রেনেড দু’টি উদ্ধার করে নিয়ে যায়।

পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রশিদ সরকার বলেন, একবারপুর এলাকা থেকে একটি তাজা ও একটি ব্যবহৃত গ্যাস গ্রেনেড উদ্ধার করা হয়েছে। এ দুইটির গায়ে লেখা রয়েছে গ্যাস গ্রেনেড। সে দু’টি আগামীকাল রোববার জেলা পুলিশ লাইনে জমা দেয়া হবে।

রওশন আলম পাপুল/এএম/জেআইএম