দেশজুড়ে

গ্রামের বিষফোঁড়া চেয়ারম্যানের ইটভাটা

চারদিকে চারটি বিদ্যালয়। মাঝখানে শত শত একর ফসলি জমি। ফাঁকে ফাঁকে জনবসতি। বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের গ্রাম পূর্বচিলার চিত্র এটি। একটি মাত্র ইটভাটার দাপটে চরম ঝুঁকিতে গ্রামের শত শত শিক্ষার্থীসহ প্রায় ১০ হাজার গ্রামবাসী। আর এ ইটভাটাটি তৈরি করেছেন খোদ হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম মৃধা।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৪ সালের দিকে স্থানীয় ঘুঘুমারির খাল দখল করে 'সারা' ব্রিকফিল্ড নামে একটি ইটভাটার কার্যক্রম শুরু করেন আমতলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম মৃধা। ঘুঘুমারির খাল ও খালের দু’পাড়ের খাসজমিসহ ফসলি জমি দখল করে এখন সেই ইটভাটার আয়তন দাঁড়িয়েছে প্রায় বারো একর। রহস্যজনকভাবে এ ইটভাটার অনুকূলে ছাড়পত্রও দিয়েছে পরিবেশ অধিদফতর।

ভাটা থেকে মাত্র তিনশ গজ দক্ষিণে অবস্থিত পূর্বচিলা রহমানিয়া মাধ্যমিক বিদ্যালয়। প্রায় চার শতাধিক ছাত্র-ছাত্রী রয়েছে বিদ্যালয়টিতে। ইটভাটার চারদিকে এক বর্গ কিলোমিটারের মধ্যে রয়েছে ছোনাউটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্বচিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চরচিলা প্রাথমিক বিদ্যালয় নামে আরও তিনটি বিদ্যালয়।

পূর্বচিলা রহমানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবীর বলেন, কয়লা ও কাঠপোড়ানোর বিষাক্ত ধোয়ার গন্ধে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। মাটিকাটা এস্কাভেটর, ট্রাক, ট্রাক্টর ও সেচমেশিনের ভয়াবহ শব্দদূষণে ক্লাসে পাঠদান করানো দুরূহ হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা গেছে, কোনোরূপ অনুমতি ছাড়াই পার্শ্ববর্তী নদীর তীর থেকে ব্রিকফিল্ডের জন্য এস্কাভেটর দিয়ে কেটে নেয়া হচ্ছে সরকারি জমির মাটি। এতে ধ্বংস হচ্ছে সংরক্ষিত বনভূমিও। আর টাফিগাড়িতে মাটি পরিবহনকালে কাদা-মাটি পড়ে পড়ে নষ্ট হচ্ছে পিচঢালা স্থানীয় সড়ক।

খোঁজ নিয়ে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী কৃষিজমি, শিক্ষা প্রতিষ্ঠান, বনভূমি, অভয়ারণ্য, জনবসতিপূর্ণ ও আবাসিক এলাকায় ইটভাটা স্থাপন করা কঠোরভাবে নিষেধ থাকলেও আইনপ্রয়োগকারী সংস্থাকে ‘ম্যানেজ’ করে প্রচলিত আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাত্র তিন বছরের মধ্যে গড়ে তোলা হয় এই বিশাল ইটভাটাটি।

এ বিষয়ে ভাটার মালিক, ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. শহিদুল ইসলাম মৃধা বলেন, তার ব্রিকফিল্ডের অনুকূলে পরিবেশ অধিদফতরের ছাড়পত্র রয়েছে। স্থানীয় নির্বাচনী বিরোধের জের ধরে তার স্বজনরাই এ ইটভাটার বিরুদ্ধে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দিচ্ছেন।

এ বিষয়ে পরিবেশ অধিদফতর বরিশালের সহকারী পরিচালক আরেফিন বাদল জানান, 'সারা' ব্রিক্সের পরিবেশ অধিদফতরের ছাড়পত্র থাকলেও তার নবায়ন নেই। তাছাড়া ওই ব্রিকফিল্ডের তিনশ গজের মধ্যে একটি স্কুল থাকায় ইটভাটাটি অপসারণের জন্য নোটিশ দেয়া হয়েছে।

সাইফুল ইসলাম মিরাজ/এফএ/জেআইএম