সরকারি কাজে বাধা ও বিস্ফোরকসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বেলকুচি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আরিফুল ইসলাম সোহেলকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার দুপুরে জেলা দায়রা জজ আদালতের বিশেষ ট্রাইব্যুনালে আইনজীবীর মাধ্যমে তিনি উপস্থিত হয়ে জামিন আবেদন করলে ট্রাইব্যুনালের বিচারক ফাহমিদা কাদের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলাটি পরিচালনা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সেরাজুল হক ও আসামির পক্ষে জামিন আবেদন করেন অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার, অ্যাডভোকেট আবু তালেব ও অ্যাডভোকেট মাসুদুর রহমান।
ইউসুফ দেওয়ান রাজু/এএম/আইআই