ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসানকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত ১১টার দিকে পটুয়াখালীর দুমকি উপজেলা থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। ছাত্রদলের দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটওয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন।তবে পটুয়াখালীর এএসপি শাহেদ আলী পাঠান জানান, কয়েকজনকে আটক করা হয়েছে।এর মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রয়েছেন কি না জানা নেই। সূত্র জানায়, ঢাকায় ঈদ করে বাবার কবর জিয়ারত করতে পটুয়াখালীর মেহেন্দিগঞ্জে গ্রামের বাড়ি যান রাজিব আহসান। দুমকির লেবুখালী এলাকার ঢাকা মহাসড়কে একটি সাদা মাইক্রোবাস থেকে রাজিবসহ পাঁচজনকে আটক করা হয়। এর মধ্যে চারজনকে দুমকি থানায় নেয়া হয়েছে এবং রাজিবকে পটুয়াখালী ডিবি কার্যালয়ে নেয়া হয়। বর্তমানে তিনি সেখানেই আটক রয়েছেন। তবে বাকিদের পরিচয় এখনো জানা যায়নি। এমএম/এএইচ/এমএস