জয় দিয়েই সিরিজ শেষ করলো বাংলাদেশ। আগের ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করেছিলো বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দল। দক্ষিণ আফ্রিকা সফরে শেষ ম্যাচটি ছিলো শুধুই নিয়ম রক্ষার। তবে সেই ম্যাচেও ২২ রানের জয় দিয়ে ওয়ানডে সিরিজ ৫-২ ব্যবধানে নিশ্চিত করে যুবা টাইগাররা। ডারবানের কিংসমিডে টস জিতে ব্যাট করতে নেমে ছয় উইকেটে ২৬৬ রান সংগ্রহ করে যুবারা। উদ্বোধনী জুটিতে সাইফ হাসান ও পিনাক ঘোষ যোগ করেন ৬৩ রান। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান পিনাক করেন ৩৩ বলে ৩১। অপর ওপেনার সাইফের অবদান ৪৫। এ দুজনের বিদায়ের পর ইনিংসকে টেনে নেন ওয়ান ডাউন জয়রাজ শেখ। সিরিজে ধারাবাহিক রান করা জয়রাজ খেলেন ৯০ রানের ইনিংস। জাকির হাসান করেন ৪২। শেষ দিকে নাজমুল হোসেন শান্তর অপরাজিত ৯ বলে ১৭ ও সাইফুদ্দিনের ৭ বলে ১৩ বাংলাদেশকে লড়াকু সংগ্রহ এনে দেন। ২৬৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার যুবারা শুরু থেকেই পথ হারিয়ে ফেলে। ৬৯ রানে ৩ উইকেট তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চেপে ধরে বাংলাদেশ। তবে ওপেনার লিয়াম স্মিথ বাঁধা হয়ে দাঁড়ান। ৮৯ রান করা স্মিথকে বোল্ড করে সেই বাঁধা দূর করেন পার্ট টাইম অফস্পিনার শান্ত।ছোট জ্যাক ক্যালিস ক্ষেত আবদু দায়ান গালিয়েম ম্যাচটা প্রায় বের করে নিয়েছিলেন। লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে বাংলাদেশের জন্য হুমকি হয়ে উঠেছিলেন তিনি। প্রোটিয়াদের যখন ১০ বলে ২৫ রান দরকার, অর্থাৎ ৪৯তম ওভারে ৬৫ রান করা গালিয়েম ও ২৪ রান করা শন হোয়াইটহেডকে দুই বলের ব্যবধানে আউট করে বাংলাদেশের জয় নিশ্চিত করে ফেলেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। ১০ ওভারের কোটায় ৪৮ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার।৯০ রানের ইনিংসের জন্য ম্যাচ সেরা হয়েছেন জয়রাজ শেখ। আর একটি ১৫০ রানের ইনিংস-সহ পুরো সিরিজে ধারাবাহিক রান করা পিনাক ঘোষ হয়েছেন সিরিজ সেরা। আরটি/এমএস