চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে র্যাব।
বুধবার বিকেলে উপজেলার বিনোদপুর এলাকা তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৭টি পিস্তল, ১৪টি ম্যাগজিন ও ৪৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব।
আটক ব্যক্তির নাম মিলন সিং (৩৮)। তিনি ভারতের মালদহ জেলার বৈষ্টমনগর থানার সুখদেবপুর গ্রামের রতন সিং এর ছেলে।
মোহাঃ আব্দুল্লাহ/এমএএস/আইআই