দেশজুড়ে

না.গঞ্জে মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার রতনদী ক্যানটাকি গার্মেন্ট সংলগ্ন এলাকা থেকে নজরুল ইসলাম নামের এক মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত নজরুল উপজেলার রামগঞ্জ গ্রামের আলতাফ হোসেনের ছেলে।নিহতের পরিবারের বরাত দিয়ে সোনারগাঁও থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জাগো নিউজকে জানান, ঢাকার যাত্রাবাড়িস্থ `ভোলা ফিস` নামক প্রতিষ্ঠানের মালিক নজরুল দেশের বিভিন্ন স্থানে মাছ সরবরাহ করে থাকেন।তিনি রোববার বিকেলে সোনারগাঁওয়ের মোগরাপাড়া চৌরাস্তার মাছের আড়তে পাওনা টাকা নেয়ার জন্য যান। পরে মোগরাপাড়া চৌরাস্তার আড়ত থেকে ৬০ হাজার টাকা নিয়ে রাতে যাত্রাবাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। ওই সময় দুর্বৃত্তরা নজরুলকে শ্বাসরোধে হত্যা করে টাকা নিয়ে পালিয়ে যায়।তিনি আরো জানান, সকালে এলাকাবাসী মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। শাহাদাৎ হোসেন/এআরএ/পিআর