পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, কোম্পানিটির এজিএম সকাল ১১টায়, রাজধানীর গুলশান-১ এ স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। সভায় ইস্টার্ন ইন্স্যুরেন্স ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদন হতে পারে বলে জানা গেছে।৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের জন্য ইস্টার্ন ইন্স্যুরেন্স বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ ছিল গত ১৯ মে।২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের প্রতিষ্ঠানটি শেয়ারপ্রতি আয় করেছে ২ টাকা ৫২ পয়সা।উল্লেখ্য ‘এ’ ক্যাটাগরির প্রতিষ্ঠানটি ১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।এসআই/এসকেডি/এমআরআই