শেরপুরে শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক মিঠু মিয়াসহ (৩৮) যুবদল ও ছাত্রদলের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার অন্যরা হলেন- ছাত্রদল কর্মী অমিত পাল (২৩), জয় চক্রবর্তী (২৫) ও সাইফুল আলম সানী (২৮)। সোমবার শহরের সজবরখিলা ও গৃর্দানারায়ণপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
সদর থানা পুলিশের সেকেন্ড অফিসার মো. কামরুল ইসলাম যুবদল-ছাত্রদলের ৪ নেতাকর্মীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।
হাকিম বাবুল/এএম/আরআইপি