গাইবান্ধা পৌর শহরের ফকিরপাড়া এলাকা থেকে একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৮টার দিকে ফকিরপাড়া এলাকার অামেনা কটেজ নামের একটি বাড়ি থেকে এ বস্তুটি উদ্ধার করা হয়।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, বোমাসদৃশ একটি বস্তু পাওয়া গেছে। বোমা কি-না সেটি পরীক্ষা-নিরীক্ষা শেষে বোঝা যাবে।
রওশন আলম পাপুল/এএম/এমএস