গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি এলাকার ‘গ্রীনল্যান্ড লিমিটেড’ পোশাক কারখানায় বুধবার দুপুরে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। গাজীপুর ও সাভারের চারটি ফায়ার স্টেশনের ৮টি ইউনিটের কর্মীরা প্রায় পৌনে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
জয়দেবপুর ফায়র স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, দুপুর ১টা ৫ মিনিটের দিকে ওই কারখানায় ৬তলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ওই ফ্লোরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুরের জয়দেবপুর, কাশিমপুরের ডিবিএল, কালিয়াকৈর ও সাভারের ইপিজেড ফায়ার স্টেশনের ৮টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিকেল পৌনে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বিপুল পরিমাণ ফেব্রিকস ও আসবাবপত্র পুড়ে গেছে। এ ঘটনায় কেউ আহত হয়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আমিনুল ইসলাম/আরএআর/আইআই