দেশজুড়ে

পঞ্চগড়ে জামায়াতের আমিরসহ ১৪ জন গ্রেফতার

পঞ্চগড়ে জেলা জামায়াতের আমির ও সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল খালেকসহ ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।

ভোরে জেলা শহরের ইসলামবাগ মহল্লার বাসা থেকে আব্দুল খালেককে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের ওসি রবিউল হাসান সরকার। এর আগে রোববার ও সোমবার ২৬ জনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, নিয়মিত মামলার আসামি হিসেবে জেলা জামায়াতের আমীরকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে নাশকতা সৃষ্টি করতে পারেন এমন অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। গ্রেফতারকৃতদের অধিকাংশ বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মী ও সমর্থক। তবে নিয়মিত মামলার আসামি হিসেবে তাদের গ্রেফতারের দাবি পুলিশের।

মঙ্গলবার রাতে গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার ইসলামবাগ মহল্লার বাসিন্দা ও জেলা জামায়াতের আমির আব্দুল খালেক, সদর উপজেলার অমরখানা-কানাজোত এলাকার মাহবুবুুল হক, বোদা উপজেলার সমশের নগর এলাকার সোহেল, গাইঘাটা এলাকার হাবিবুর রহমান, দলুয়াপাড়ার মোস্তফা, দেবীগঞ্জ উপজেলার কোটভাজনীর মোজাফফর হোসেন, খুটামারার রজব আলী, কাটনহাড়ির রফিকুল ইসলাম ও আশরাফুল ইসলাম, কলেজপাড়ার আসাদুজ্জামান সুমন, সুন্দরদিঘীর লাল মিয়া, আটোয়ারী উপজেলার গিরাগাঁও এলাকার ওমর ফারুক, তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকার নুর জামাল এবং নারায়নগছের খায়রুল ইসলাম। বুধবার সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার মো. গিয়াস উদ্দিন আহমেদ বলেন, জেলা জামায়াতের আমিরসহ ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তিন দিনে নিয়মিত মামলার কিছু আসামিকেও গ্রেফতার করা হয়। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সফিকুল আলম/এমএএস/আইআই