দেশজুড়ে

নেত্রকোনায় শিশু হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

নেত্রকোনার আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের কুট্টাকান্দা গ্রামের ১০ বছরের শিশু রিক্তা আক্তারকে হত্যার দায়ে ভুলু শেখ (২০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুল হামিদ এর আদালত এ কারাদণ্ড দেন। অনাদায়ে ১০ হাজার টাকা জরিমানা ধার্য করেন।আদালত সূত্রে জানা যায়, কুট্টাকান্দা গ্রামের মো. করিমের ১০ বছরের শিশু রিক্তা আক্তার এবং তার ৮ বছরের ছোট বোন শোভা আক্তারকে নিয়ে প্রতিদিনের মতো বাড়ির সামনের বাউহলা নামার হাওরে গরু চড়াতে যায়। বিকালের দিকে তার একটি গরু হারিয়ে গেলে সে হাওরের এদিক সেদিক গরু খোঁজাখুজি করতে শুরু করে।বিকাল আনুমানিক ৪টার দিকে একই গ্রামের মৃত জারু শেখের ছেলে মো. ভুলু শেখ রিক্তার কাছ থেকে বিষয়টি জানতে পেরে তার হারিয়ে যাওয়া গরুটি উজাউরী ঝোপের ভেতর যেতে দেখেছে। তারপর ভুলু শেখ ছোট বোন শোভাকে বিদায় করে বড় বোন রিক্তাকে নিয়ে উজাউরী ঝোপের দিকে গরু উদ্ধার করতে যায়। এরপর আর রিক্তা বাড়িতে ফিরে আসেনি। ঘটনার ৯ দিন পর ২০০৩ সালের ১৬ ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক ৫টার দিকে রিক্তার ক্ষত বিক্ষত মরদেহ ব্যাঙাইল নদীর মাছ ধরার কাটার ডালপালার মধ্যে ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়। এ ব্যাপারে নিহতের বাবা মো. করিম বাদী হয়ে ভুলু শেখকে আসামি করে ১৭ ডিসেম্বর আটপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২০০৪ সালের ৩১ মে আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। বিজ্ঞ বিচারক ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে আসামি ভুলু শেখের বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় উপরোক্ত রায় প্রদান করেন। রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি কমলেশ কুমার চৌধুরী আর আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট সাফায়েত আহম্মেদ খান।কামাল হোসাইন/এসএস/এমএস