‘মিনি পিচ স্কিম’-কর্মসূচির আওতায় বাংলাদেশকে যে তিনটি মিনি ফুটবল আর্টিফিসিয়াল টার্ফ তৈরি করে দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এর মধ্যে মাদারীপুরের টার্ফটি উদ্বোধন করা হয়েছে শনিবার। প্রধান অতিথি হিসেবে টার্ফ উদ্বোধন করেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন, সদস্য আমিরুল ইসলাম বাবু, শওকত আলী খান জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।
প্রধান অতিথির ভাসনে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান মাদারীপুরে মিনি টার্ফ স্থাপনের জন্য এএফসি ও বাফুফেকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এখানে আর্টিফিসিয়াল টার্ফ স্থাপনে জেলায় তৃণমূল হতে অনেক নতুন নতুন ফুটবল খেলোয়াড় তৈরি হবে।’
৪০ মিটার দৈর্ঘ্য ও ২০ মিটার প্রস্থ এ টার্ফ স্থাপনের জন্য বাফুফে ৯ জেলা ও ঢাকার সোনালী অতীত ক্লাবের মাঠ বাছাই করে প্রেরণ করেছিল এএফসিকে। তার মধ্যে থেকে নীলফামারী, মাদারীপুর ও ফেনী জেলাকে বাছাই করে আর্টিফিসিয়াল টার্ফ তৈরি করেছে এশিয়ার ফুটবলের অভিভাবক সংস্থাটি।
২০১৭ সালের তিনটি মিনি টার্ফ পাওয়ার পর নতুন বছরের জন্যও এএফসিতে নাম পাঠাবে বাফুফে। ইতিমধ্যেই টার্ফ পেতে আগ্রহী জেলাগুলোকে নাম প্রেরণের জন্য চিঠিও দেয়া হয়েছে।
এর আগে নীলফামারিতে এএফসি নির্মিত প্রথম আর্টিফিসিয়াল টার্ফটি উদ্বোধন করা হয়েছে গত ৭ জানুয়ারি।
আরআই/এমএমআর/আইআই