আন্তর্জাতিক

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথির সহযোগিতায় দেশটির সেনাবহিনী সৌদি আরবের একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েজ প্রদেশে বন্দর নগরী ‘মোখা’র কাছে সৌদি আরব প্রতিরক্ষা ব্যবস্থাটি স্থাপন করেছিল।

Advertisement

ইয়েমেনি সেনাবাহিনীর উপ-মুখপাত্র ব্রিগেডিয়ার আজিজ রাশিদ আল-মাসিরা টিভি চ্যানেলকে বলেছেন, শুক্রবার আমাদের ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্কিন নির্মিত সৌদি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ‘এমআইএম-১০৪এফ’ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

এর ফলে ওই এলাকায় তাদের সেনাবাহিনীর আরও বড় পরিসরে অভিযান পরিচালনার সুযোগ সৃষ্টি হয়েছে বলে তিনি জানান। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে সৌদি আরবের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গত ১ ফেব্রুয়ারি আল-মাসিরা জানিয়েছিল, আনসারুল্লাহ সমর্থিত সেনাবাহিনী দেশে তৈরি কাহের এম-২ ক্ষেপণাস্ত্র দিয়ে মা’রিব প্রদেশে সৌদি অনুচর বাহিনীর সামরিক ঘাঁটি ‘ওম আল-রিশ’-এ হামলা চালিয়েছে।

Advertisement

২০১৫ সালের মার্চ থেকে সৌদি আরব প্রতিবেশী ইয়েমেনে বিমান হামলা চালিয়ে আসছে। এ হামলায় এখন পর্যন্ত অন্তত ১৩ হাজার ৬০০ ইয়েমেনি নিহত হয়েছেন।

সূত্র : পার্সট্যুডে।

এসআইএস/আরআইপি

Advertisement