দেশজুড়ে

কোটালীপাড়ায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ৩ জন আটক

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তিন জনকে আটক করেছে পুলিশ।

রোববার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পরীক্ষা শুরুর আগে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কোটালীপাড়া পাবলিক ইনিস্টিটিউশন পরীক্ষা কেন্দ্র এলাকা থেকে তাদের আটক করে।

আটকরা হলেন, প্রাইভেট শিক্ষক মো. সালাউদ্দিন (৩৫), পরীক্ষার্থী মেহেদী শেখ (১৬) ও ফেরদাউস বিশ্বাস (১৬)। এদের সবার বাড়ি কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ি গ্রামে।

আটকদের কাছে পাওয়া প্রশ্নপত্র ও পরীক্ষার হলে সরবরাহকৃত প্রশ্নের সঙ্গে মিল পাওয়া গেছে বলে জানিয়েছেন কোটালীপাড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল ফারুক।

তিনি বলেন, আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এবং আরও কেউ এ ঘটনার সঙ্গে জড়িত কীনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এস এম হুমায়ূন কবীর/এমএএস/এমএস