বিনোদন

নাঈমের বউ মমকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন অপূর্ব

ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত হয়েছে টেলিছবি ‘ফিরবে ভাবিনি’। সেজান নূরের গল্প ভাবনায় নাটকটির চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন মো. মেহেদী হাসান জনি। এতে মূল তিনটি চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব, নাঈম ও মম। এছাড়াও অভিনয় করেছেন অনিক, বিরহী মোক্তার ও ইয়াসিন কাননসহ আরও অনেকে।

নাটকটির গল্পে দেখা যাবে, প্রিয়ন্তীর (মম) বিয়ে ঠিক হয়েছে এক বদমেজাজী পুলিশের এসআই ফেরদৌসের (নাঈম ) সাথে। এস আই ফেরদৌস সুযোগ পেলেই হবু বউকে নিয়ে শপিং এ যায়। হবু বউয়ের সাথে বদমেজাজে কথা বলা ও রাস্তার লোকদের সাথে উচ্চসরে হৈ রৈ অচরণের জন্য বিব্রতবোধ করে প্রিয়ন্তী।

একদিন প্রিয়ন্তী এস আই ফেরদৌসের কিনে দেয়া গহনা জুয়েলারি দোকানে ফেরত দিয়ে দোকানের স্টাফ রাসেলের (অপূর্ব) সাহায্য নিয়ে পালিয়ে যায়। বদরাগী এসআইয়ের বউকে ভালো কাজে সাহায্য করছে ভেবে রাসেল সাহায্য করে প্রিয়ন্তীকে। কিন্তুু এক সময় রাসেল জানতে পারে সে পুলিশের বউকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছে বলে পুলিশ তাকে খুঁজছে। সে পড়ে যায় আতংকে।

নাটকটির পরিচালক জনি বলেন, ‘একটি ভিন্নরকম গল্পকে ভালোবাসা দিয়ে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি চমৎকার একটা কাজ পাবে দর্শকরা।’

এলএ/জেআইএম