বিফলেই গেল জহুরুল ইসলামের দুর্দান্ত সেঞ্চুরিটি। সাভার বিকেএসপির তিন নাম্বার মাঠে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে ডানহাতি এ ওপেনারের সেঞ্চুরির পরও গাজী গ্রুপ ক্রিকেটার্স ৫ উইকেটে হেরে গেছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির কাছে।
প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২৪৭ রান তুলেছিল গাজী গ্রুপ। ১০২ রানের এক ইনিংসে দলকে বলতে গেলে একাই লড়াকু পুঁজি এনে দিয়েছেন জহুরুল। ১৪২ বল মোকাবেলায় গড়া তার ইনিংসটিতে ছিল ৫টি বাউন্ডারি আর ১টি ছক্কার মার। এছাড়া ভারতের রজত ভাটিয়া অপরাজিত ৬১ আর মুমিনুল হক করেন ৪৬ রান।
জবাব দিতে নেমে মাহিদুল ইসলাম অঙ্কন আর অশোক মেনারিয়ার জোড়া হাফসেঞ্চুরিতে ৯ বল বাকি থাকতেই জয় পেয়ে যায় খেলাঘর। অঙ্কন ১০৯ বলে ৭ বাউন্ডারি আর ৪ ছক্কায় করেন ৮৫ রান। মেনারিয়া করেন ৫০ বলে ৫১।
এমএমআর/আরআইপি