শরীয়তপুরের সদর উপজেলার পূর্ব চরোসোন্দি গ্রামে ডাকাত সন্দেহে দেলোয়ার হোসেন খান (৪০) নামে এক ব্যক্তিকে চোখ তুলে নিয়ে হত্যা করা হয়েছে। শনিবার ভোরে সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
দেলোয়ার হোসেন ডামুড্যা উপজেলার দশমনতারা গ্রামের বাসিন্দা।
সদর উপজেলার পালং মডেল থানার এসআই গুলজার আলম বলেন, পূর্ব চরোসোন্দি গ্রামে ডাকাতি হচ্ছে- এমন খবর পেয়ে রাত ২টার দিকে সেখানে যাই। এ সময় গ্রামের একটি বাগানে রক্তাক্ত এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। বাগানটি গ্রামবাসী ঘিরে রেখেছিল। আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে রাত সাড়ে ৩টার দিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভোরের দিকে তার মৃত্যু হয়।
গুলজার আলম বলেন, ওই ব্যক্তির দুই চোখ ওপড়ানো ছিল। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও ছিল। প্রাথমিকভাবে তার যে পরিচয় পাওয়া গেছে তা সঠিক কি না খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটির তদন্ত হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আরএআর/এমএস