বগুড়ার শাজাহানপুরে বেসরকারি সংস্থা টিএমএসএস’র বিরুদ্ধে সুজাবাদ দহপাড়া এলাকায় সরকারি রেকর্ডভুক্ত রাস্তা দখল করে সিরামিক ইন্ডাস্ট্রি নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সেই নির্মাণকাজ বন্ধ করে দেয়া হয়েছে।
এর আগে হিন্দু সম্প্রদায়ের শ্মশানে যাওয়ার একমাত্র রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ করা হয়। পরে ঘটনাস্থলে গিয়ে অবৈধ নির্মাণ কাজ বন্ধ করে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাছুদুর রহমান।
খোঁজ নিয়ে জানা গেছে, সুজাবাদ ও আশপাশ এলাকার হিন্দু সম্প্রদায়ের কোনো ব্যক্তি মারা গেলে লাশ সৎকারের জন্য ওই রাস্তা দিয়েই করতোয়া নদীর তীরে অবস্থিত শ্মশানে নিতে হয়। এছাড়া প্রতি বছর সারদীয়া দুর্গোৎসবে অর্ধশতাধিক দুর্গা প্রতিমা বিজর্সন দিতে ওই রাস্তাটি ব্যবহার করে থাকেন হিন্দু সম্প্রদায়ের লোকজন।
এটি সরকারি রেকর্ডভুক্ত একটি রাস্তা। সম্প্রতি ওই রাস্তার দুই পাশে টিএমএসএস জমি কিনে নেয় এবং তাদের কেনা সম্পত্তিতে টাইলস কারখানা স্থাপনের লক্ষ্যে নির্মাণ কাজ শুরু করে।
কারখানার স্থাপনা নির্মাণকালে টিএমএসএস কর্তৃপক্ষ সরকারি রাস্তাটিও পুরোপুরি দখলে নিয়ে নেয়। এতে হিন্দু সম্প্রদায়ের শ্মশানে যাতায়াত এবং দুর্গা প্রতিমা বিসর্জনের পথ বন্ধ হয়ে যায়। তাই হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে সরকারি ওই রাস্তাটি অবৈধ দখল থেকে মুক্ত করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানায়। এ সম্প্রদায়ের পক্ষে মুকুন্দ গোঁসাই আশ্রম কমিটির সভাপতি মনিন্দ্র নাথ মোহন্ত বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন।
অনুলিপি দেয়া হয় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বগুড়া, মেয়র বগুড়া পৌরসভা, উপজেলা চেয়ারম্যান শাজাহানপুর, অফিসার ইনচার্জ শাজাহানপুর থানা এবং কাউন্সিলর ১৩নং ওয়ার্ডকে।
শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাছুদুর রহমান সাংবাদিকদের জানান, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে সরজমিন তদন্ত করেছি। সেখানে সরকারি রাস্তা দখল করে নির্মাণকাজ করার অভিযোগের সত্যতা পাওয়া যায়। যার কারণে নির্মাণকাজ বন্ধ ও নির্মাণাধীন স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে।
লিমন বাসার/এএম/আরআইপি