চট্টগ্রামে তল্লাশি চৌকিতে পুলিশকে গুলিবর্ষণকারী হিসেবে দুই এসএসসি পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে মুরাদপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আবদুল ওয়ারিশ জানান, গ্রেফতার একজন নগরীর কাজেম আলী উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছেন। তার বাসা নাসিরাবাদ ৫ নম্বর সড়কে জলিল বিল্ডিং গলিতে। তার বাবা একজন ব্যবসায়ী।
এছাড়া গ্রেফতার অন্যজন নাসিরাবাদ বয়েজ হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছেন। তার বাসা নাসিরাবাদ হাউজিং সোসাইটির ৫ নম্বর সড়কে। তার বাবা পেশায় ঠিকাদার।
শুক্রবার বিকেলের ওই ঘটনার পর এ নিয়ে তিনজনকে গ্রেফতার করা হল। মো. হাকিম নামে এক তরুণকে ঘটনার পরপরই গ্রেফতার করেছিল পুলিশ।
এ ঘটনায় পাঁচলাইশ থানার এসআই নুরুল ইসলাম বাদী হয়ে ১০ জনকে আসামি করে একটি মামলা করেন। ওই মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়।
শুক্রবার বিকেল ৪টার দিকে নগরীর পাঁচলাইশ থানার ২ নম্বর গেইট এলাকায় ব্যস্ততম সড়কে পুলিশের ওপর গুলি চালায় একটি মোটরসাইকেলের আরোহীরা।
পুলিশ তখন জানিয়েছিল, ১৫ থেকে ২০ বছর বয়সী এ কিশোর-তরুণরা ছিনতাইয়ে জড়িত। সঙ্গে পিস্তল থাকায় ধরা পড়ার ভয়ে চেকপোস্টে তল্লাশির আগেই তারা গুলি চালায়।
গুলিবিদ্ধ পাঁচলাইশ থানার সহকারী উপ-পরিদর্শক আব্দুল মালেক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
এএম/জেআইএম