দেশজুড়ে

মাদারীপুরে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২

মাদারীপুরের উকিলবাড়ী এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন। মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কের উকিলবাড়ী এলাকায় রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ট্রাকের চালক কালকিনি উপজেলার পাথুরিয়ার পাড় এলাকার আশ্রব আলী হাওলাদারের ছেলে আল আমিন হাওলাদার (৩২) ও একই গ্রামের ট্রাকের হেলপার ফারুক হাওলাদার (৩৩)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে উকিলবাড়ী এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা সার্বিক পরিবহনের সঙ্গে অপরদিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক নিহত হয়। গুরুতর আহত অবস্থায় হেলপারকে সদর হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। এছাড়া পরিবহনের অন্তত ১৩ যাত্রী আহত হয়।

আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিকেল হাসতাপালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, এ ঘটনায় দুইজন নিহত হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

এ কে এম নাসিরুল হক/এএম/আরআইপি