দেশজুড়ে

কবিয়াল বিজয় সরকারের জন্মদিন মঙ্গলবার

‘এই পৃথিবী যেমন আছে, তেমনিই ঠিক রবে/ সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে’ জনপ্রিয় এই গানের রচয়িতা, সুরকার ও জারিগায়ক কবিয়াল বিজয় সরকারের ১১৬তম জন্মদিন আগামীকাল মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি)।

মরণোত্তর একুশে পদকপ্রাপ্ত অসাম্প্রদায়িক চেতনার এই চারণকবি ১৯০৩ সালের এ দিনে নড়াইল সদর উপজেলার ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন।

কবির জন্মজয়ন্তী উপলক্ষে তার জন্মস্থানে ২৪ ও ২৫ ফেব্রুয়ারি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে তার জীবন ও কর্মের ওপর আলোচনা ছাড়াও থাকবে কবিগান, জারিগান ও বিজয়গীতি পরিবেশনা। বার্ধক্যজনিত রোগে ১৯৮৫ সালের ৪ ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গে পরলোকগমন করেন এই কবি।

হাফিজুল নিলু/এএম/আরআইপি