দেশজুড়ে

গাইবান্ধায় গণধর্ষণের মামলায় ৩ জনের যাবজ্জীবন

গাইবান্ধায় এক যুবতীকে গণধর্ষণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক রত্নেশ্বর ভট্টাচার্য্যে এ রায় দেন।মামলার বিবরণে উল্লেখ করা হয়, ২০১৩ সালের ২৩ এপ্রিল বিকেল বেলা গাইবান্ধা সদর উপজেলার কোমরনই মিয়াপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে ওই যুবতী খালাতো বোনের বাড়ি যাচ্ছিল। এ সময় ওই গ্রামের জিন্নু, স্বপন, হেলাল ও সোহেল অস্ত্রের মুখে তাকে জোর করে সদর উপজেলার কোমরনই বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে তেতুলতলায় একটি মেশিন ঘরের আড়ালে নিয়ে গিয়ে গণধর্ষণ করে।পরে এ ঘটনায় ধর্ষিতা নিজে বাদী হয়ে ২৬ এপ্রিল গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করেন। স্বাক্ষ্যপ্রমাণ শেষে থানা থেকে আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র প্রদান করার পর উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক ও সব ধরনের বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার ওই রায় প্রদান করা হয়।রায়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল অভিযুক্ত আসামি জিন্নু, স্বপন ও হেলালকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেকের ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড এবং অপর আসামি সোহেলকে অভিযোগ থেকে বেকসুর খালাস প্রদান করেন।রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মহিবুল হক সরকার মোহন এবং আসামিপক্ষে ছিলেন নিরঞ্জন কুমার সরকার।অমিত দাশ/এআরএ/আরআই