নওগাঁয় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে তোজাম্মেল হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় সেতু (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার কীর্ত্তিপুর বাজারে এ ঘটনা ঘটে।
তোজাম্মেল হোসেন সদর উপজেলার কীর্ত্তিপুর ইউনিয়নের আতিতা গ্রামের মৃত আলহাজ্ব জহির উদ্দিনের ছেলে এবং হত্যাকারী সেতু নিহতের প্রতিবেশী আইয়ুব হোসেনের ছেলে। ঘটনার পর এলাকাবাসী হত্যাকারীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তোজাম্মেল হোসেন একজন ট্রাক্টর ব্যবসায়ী। সকাল ১০টার দিকে ট্রাক্টরের তেল কিনতে বাড়ি থেকে কীর্ত্তিপুর বাজারে আসেন। দোকানে তেল কেনার জন্য অপেক্ষা করছিলেন তিনি। এসময় পিছন দিক থেকে সেতু এসে একটি ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে তোজাম্মেলকে আঘাত করে পালিয়ে যায়। এসময় স্থানীয় এবং গ্রাম পুলিশ ধাওয়া করে সেতুকে মাঠ থেকে ধরে নিয়ে আসেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
এদিকে তোজাম্মেলকে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নওগাঁ সদর থানা ওসি তোরিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আটক সেতুর বিরুদ্ধে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আব্বাস আলী/এফএ/আরআইপি