জেলাভিত্তিক আঞ্চলিক ইজতেমার অংশ হিসেবে অনুষ্ঠিত ৩ দিনব্যাপী বাগেরহাট ও খাগড়াছড়ি জেলা ইজতেমা আজ জোহরের নামাজের আগে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে।
দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় ইজতেমায় আগত মুসল্লিরা আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন। হেদায়েতি বয়ান, ধর্মীয় আলোচনা ও ইবাদতের মাধ্যমে অতিবাহিত হয়েছে এ ৩ দিন।
আখেরি মোনাজাতকে উপলক্ষ্য করে বাগেরহাট ও খাগড়াছড়ির জেলার বাসিন্দারা ইজতেমার মাঠ ও আশ-পাশের সড়কে অবস্থান নেয়। শনিবার বেলা ১২টার সময় শুরু হয় এ মোনাজাত।
বাগেরহাটের আঞ্চলিক ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করেন ঢাকার কাকরাইল মারকাজের মুরব্বী মাওলানা আব্দুল হামিদ। তিনি মানুষের অতীত জীবনের ভুলভ্রান্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার পাশাপাশি বিশ্ব মুসলিমের কল্যাণে দোয়া করেন।
অন্যদিকে খাগড়াছড়ি জেলা শহরের জিরোমাইল সংলগ্ন চেঙ্গী নদীর তীরে অনুষ্ঠিত ইজতেমায়ও জেলাসহ আশপাশের এলাকা থেকে আগত নানা বয়সী ও বিভিন্ন পেশার অনেক মুসল্লি আখেরি মোনাজাতে অংশগ্রহণ করেন। আখেরি মোনাজাত পরিচালনা করেন ঢাকার কাকরাইল মারকাজের মুরব্বী মাওলানা মনির বিন ইউসুফ।
উল্লেখ্য যে, গত ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এ জেলা দুটিতে ৩ দিনব্যাপী জেলাভিত্তিক আঞ্চলিক এ ইজতেমা শুরু হয়।
শওকত আলী বাবু/মুজিবুর রহমান ভুইয়া/এমএমএস/জেআইএম