দেশজুড়ে

নড়াইলে ইউপি চেয়ারম্যানকে হত্যার প্রতিবাদ

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা লতিফুর রহমান পলাশকে (৪৭) গুলি করে ও কুপিয়ে হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১২টায় আদালত সড়কে এলাকাবাসীর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, নড়াইল-২ সংসদ সদস্য অ্যাড. শেখ হাফিজুর রহমান, সাবেক সংসদ সদস্য অ্যাড. সাঈফ হাফিজুর রহমান খোকন, নিহতের ভাই জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, মুক্তাসহ অনেকে। বক্তরা চেয়ারম্যান লতিফুর রহমান পলাশকে নির্মমভাবে হত্যার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে এ ঘটনায় জড়িত খুনিদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে ফাঁসির দাবি জানান।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ওই এলাকার কয়েক হাজার জনসাধারণসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে নির্বাচন অফিস এলাকায় দাঁড়িয়ে থাকা অবস্থায় দুর্বৃত্তরা ইউপি চেয়ারম্যান লতিফুর রহমান পলাশকে প্রথমে গুলি করে। পরে তিনি মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা তাকে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।

হত্যার ঘটনায় জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শরীফ মনিরুজ্জামানসহ ১৫ জনকে আসামি করে মামলা করা হয়। ওই রাতেই মামলার ১নং আসামি শরীফ মনিরুজ্জামানকে ঢাকা থেকে এবং মামলার ২নং আসামি বাকী বিল্লাকে ওই এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

হাফিজুল নিলু/এফএ/পিআর