দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে বাদ পড়াদের স্মার্ট কার্ড মিলবে মার্চে

ঠাকুরগাঁও পৌরসভার যারা বিভিন্ন কারণে স্মার্ট কার্ড নিতে পারেনি তাদেরকে আগামী মার্চ মাসে পর্যায়ক্রমে ঠাকুরগাঁও পৌরসভা কার্যালয় থেকে স্মার্ট কার্ড দেয়া শুরু করবে ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিস।

ঠাকুরগাঁও পৌরসভার ১, ২, ৩ নং ওয়ার্ড ৬ মার্চ, ৪, ৫, ৬, ৭ নং ওয়ার্ড ১৫ মার্চ ও ৮, ৯, ১০, ১১, ১২ নং ওয়ার্ড ১৬ মার্চ স্মার্ট কার্ড নেয়ার সুযোগ পাবেন।

ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসার জিলহাজ উদ্দিন জানান, বিভিন্ন সমস্যার জন্য পৌরসভার যেসব ভোটার নির্ধারিত তারিখে স্মার্ট কার্ড নিতে পারেনি আগামী মার্চ মাসে তাদের মধ্যে ঠাকুরগাঁও পৌরসভা কার্যালয় থেকে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। ইউনিয়নগুলোতে কার্ড বিতরণ কার্যত্রম এখনো চলমান। কার্ড বিতরণ শেষ হলে পরবর্তীতে ইউনিয়নের বাদ পড়া ভোটারদের কার্ড নিয়ে সিদ্ধান্ত হবে।

গত ৭ জানুয়ারি থেকে ঠাকুরগাঁও সদর উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়। এখন পর্যন্ত ৩ লাখ ৯২ হাজার ৫৪৪টি কার্ডের মধ্যে ৮২ হাজার কার্ড বিতরণ করা হয়েছে। ঠাকুরগাঁও পৌরসভার ১২টি ওয়ার্ডে কার্ড বিতরণ শেষ হয়েছে।

রবিউল এহসান রিপন/এএম/জেআইএম