জাতীয়

উত্তরা-মোহাম্মদপুরে রাজউকের উচ্ছেদ অভিযান

ভবনে নকশাবহির্ভূত স্থাপনা ও পার্কিংয়ের জায়গা অবৈধ ব্যবহার বন্ধে রাজধানীর উত্তরা এবং মোহাম্মদপুর এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

রোববার মোহাম্মদপুর এলাকায় রাজউকের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমান এবং অথরাইজড অফিসার মোবারক হোসেনের নেতৃত্বে গঠিত টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে ছাদ বর্ধিত করে ভবন নির্মাণের কারণে মোহাম্মদীয়া হাউজিং এলাকার মেইন রোডের ২ নম্বর হোল্ডিং ও নির্মাণাধীন ৫ নম্বর হোল্ডিংয়ের ভবনের ছাদের বর্ধিত অংশ অপসারণ করা হয়।

এ ছাড়া পার্কিংয়ের জায়গায় অবৈধভাবে পরিচালিত হোল্ডিং নম্বর ২ এর ১টি দোকান, হোল্ডিং নম্বর ৪ এর ৩টি দোকান, হোল্ডিং নম্বর ৮/২ এর ২ টি দোকান ও ১ টি রেস্টুরেন্ট এবং হোল্ডিং নম্বর ৬ এর ২টি দোকান, ১ টি স্কুল ও রাস্তার উপরের একটি আর্চ গেট অপসারণ করে পার্কিংয়ের জায়গা উদ্ধার করা হয় ।

অন্যদিকে উত্তরা ১২ নম্বর সেক্টরের ৫ ও ৬ নম্বর রোডে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার ও অথরাইজড অফিসার আশরাফুল ইসলামের নেতৃত্বে গঠিত টাস্কফোর্স পৃথক অভিযান পরিচালনা করেন।

এ সময় ৫টি ভবনের মোট ৬টি দোকানসহ অননুমোদিত স্থাপনা ও বর্ধিত অংশ অপসারণ করা হয়।

উল্লেখ্য, রাজউকের আওতাধীন আবাসিক এলাকায় যে সব প্লট, ভবন ও ফ্ল্যাটে অননুমোদিত-অবৈধভাবে গেস্ট হাউজ, রেস্টুরেন্ট, হোটেল, বারসহ বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ফুটপাতে অবৈধ র‌্যাম্প নির্মিত হয়েছে সে সব অননুমোদিত স্থাপনা-ব্যবহার বন্ধে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

উচ্ছেদ কার্যক্রমে রাজউকের জোন-২ (উত্তরা, টঙ্গী, গাজীপুর) এর পরিচালক আনন্দ কুমার বিশ্বাস, সহকারী অথরাইজড অফিসার রঙ্গন মন্ডল, মো. খায়রুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএস/এমএমজেড/জেআইএম