দেশজুড়ে

‘জাতিসংঘে বাংলা চাই’ নোয়াখালীতে চলছে ভোট

বাংলাকে জাতিসংঘের সপ্তম দাপ্তরিক ভাষা করার দাবিতে নোয়াখালীতে র‌্যালি, আলোচনা সভা ও অনলাইন ভোটিং ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।

ক্যাম্পেইন সফল করতে সোমবার বেলা ১১টার দিকে নোয়াখালী প্রেস ক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।

দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগিতায় ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম-এর আয়োজনে দেশব্যাপী চলছে ‘জাতিসংঘে বাংলা চাই’ অনলাইন ভোটিং কার্যক্রম।

এরই অংশ হিসেবে নোয়াখালীর প্রেস ক্লাবের শহীদ এস্কান্দর কচি মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জাগো নিউজের নোয়াখলী জেলা প্রতিনিধি মিজানুর রহমানের সঞ্চলনায় এতে প্রধান অতিথি ছিলেন- নোয়াখালী প্রেস ক্লাবের সভাপতি বখতিয়ার সিকদার।

এ সময় উপস্থিত অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- নোয়াখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বৈশাখী টিভির জেলা প্রতিনিধি জামাল হোসেন বিষাদ, সহ-সভাপতি ও দৈনিক নয়া সংবাদ পত্রিকার সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী, দৈনিক সফলবার্তার সম্পাদক অধ্যাপক লিয়াকত আলী খান, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক সময় টিভি ও আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি সাইফুল্যাহ কামরুল, দৈনিক দিশারী পত্রিকার সম্পাদক আকাশ মো. জসিম, এসো গড়ি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আবদুল আউয়াল, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি তাজুল ইসলাম মানিক ভূঁইয়া, যুমনা টিভির প্রতিনিধি মোতাছিম বিল্লাহ সবুজ, দৈনিক সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি গোলাম মহি উদ্দিন নসু, এসএ টিভির জেলা প্রতিনিধি আবদুর রহিম ও চ্যানেল নাইনের প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন- নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও আরটিভির জেলা প্রতিনিধি মনির হোসেন বাবু, দৈনিক নয়াপৃথিবী পত্রিকার সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মাইটিভির জেলা প্রতিনিধি গিয়াস উদ্দিন মিঠু, বিজয় টিভির জেলা প্রতিনিধি মোজাম্মেল হোসেন কামাল, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি আলাউদ্দিন শিবলু, দৈনিক আলোর দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া রাহাতসহ গণমাধ্যমের বিভিন্ন কর্মীরা।

পরে প্রধান অতিথিসহ উপস্থিত সবাই ‘জাতিসংঘে বাংলা চাই’ এর দাবিতে অনলাইনে ভোট দেন। একইসঙ্গে বাংলাকে জাতিসংঘের সপ্তম দাপ্তরিক ভাষা করার জোড় দাবি জানান তারা।

আবেদন করতে ভিজিট করুন : www.jagonews24.com/makebanglaofficial

মিজানুর রহমান/এএম/আরআইপি