দেশজুড়ে

কালীগঞ্জে ট্রাকচাপায় অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় অজ্ঞত এক বৃদ্ধার (৭০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কালীগঞ্জের ভুষভাণ্ডার ফেডারেশন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধার নাম-পরিচয় কেউ শনাক্ত করতে পারেনি। তবে তার শরীরে সাদা শাড়ি দেখে হিন্দু ধর্মালম্বী বলে ধারণা করছেন স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয়রা জানান, সনাতন ধর্মীয় অনুষ্ঠান দোলযাত্রা শেষে ওই বৃদ্ধা মহাসড়ক হয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে বুড়িমারী থেকে ছেড়ে আসা একটি পাথরবোঝাই ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বুড়িমারী-লালমনিরহাট মহাসড়ক দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং কাকিনা বাজারে ঘাতক ট্রাকটি আটক করে।

এ বিষয়ে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, ঘটনাস্থালে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে যান চলাচল অব্যাহত রয়েছে।

রবিউল হাসান/বিএ