দেশজুড়ে

জাতিসংঘে বাংলা ভাষাকে পৌঁছে দেয়ার দায়িত্ব সবার

বাংলা ভাষাকে জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা করার দাবিতে লালমনিরহাটে অনলাইন ভোটিং ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। একইসঙ্গে ‘জাতিসংঘে বাংলা চাই’ দাবিতে চলছে ভোটগ্রহণ।

দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগিতায় ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম-এর আয়োজনে দেশব্যাপী চলছে ‘জাতিসংঘে বাংলা চাই’ অনলাইন ভোটিং কার্যক্রম।

মঙ্গলবার এ উপলক্ষে আলোচনাসভা, ভোটিং কার্যক্রম ও বর্ণাঢ্য শোভযাত্রা বের হয়। এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার আরএমএমপি সরকারি উচ্চবিদ্যালয় মাঠে চলমান ‘একুশে বই ও তথ্য প্রযুক্তি’ মেলার অনুষ্ঠান মঞ্চে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন- কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল হাসান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন- কালীগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আব্দুল আলিম, হাতীবান্ধা প্রেস ক্লাবের সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন, কবি সরমিন আরা হক বীথি ও কবি সাবিরা বেগম ডলি।

এতে স্বাগত বক্তব্য দেন- জাগো নিউজের লালমনিরহাট প্রতিনিধি রবিউল হাসান। অনুষ্ঠানটি পরিচালনা করেন যমুনা টেলিভিশনের লালমনিরহাট প্রতিনিধি আনিছুর রহমান লাডলা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রবিউল হাসান বলেন, জাতিসংঘে বর্তমান চালু থাকা ছয়টি ভাষার পাশাপাশি ৭ম দাপ্তরিক ভাষা হিসেবে বাংলা অন্তর্ভুক্ত হবে এটা ভাবতেই ভালো লাগে। প্রত্যেক বাঙালির উচিত জাগো নিউজের এ কার্যক্রমে অংশ নিয়ে ভোট দেয়া। সেইসঙ্গে জাতিসংঘে বাংলা ভাষাকে পৌঁছে দেয়ার দায়িত্ব সবার।

এ সময় উপস্থিত ছিলেন- এনটিভির লালমনিরহাট প্রতিনিধি হায়দার আলী বাবু, যুগান্তরের লালমনিরহাট প্রতিনিধি মিজানুর রহমান দুলাল, হাতীবান্ধা প্রেস ক্লাবের সম্পাদক নুরুল হক, কালীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি তিতাস আলম, নিউজ বাংলাদেশের লালমনিরহাট প্রতিনিধি নিয়াজ আহম্মেদ শিপন, বিজয় টিভির লালমনিরহাট প্রতিনিধি মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সাংবাদিক আজিজুল বারী, মাহবুবুল হক, টিটুল, শাহ জাহান সাজু, মানজুরুল ইসলাম ও মহির খান প্রমুখ।

আলোচনাসভা শেষে নিজেই ভোট দিয়ে ‘জাতিসংঘে বাংলা চাই’ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউএনও রবিউল হাসান। পরে সেখানে উপস্থিত অন্যরা ভোট দেন।

রবিউল হাসান/এএম/এমএস