শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুর রহমানের গ্রামের বাড়িতেও নিন্দার ঝড় উঠেছে। নিজ গ্রামের ছেলে ফয়জুর কর্তৃক অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় হতবাক এলাকাবাসী। হামলাকারীকে ধিক্কার জানিয়ে তারাও প্রতিবাদ জানান।
রোববার দুপুরে এ ঘটনার প্রতিবাদে ও ফয়জুরের শাস্তির দাবিতে সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের কালিয়াকাপন গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শতাধিক শিক্ষক-শিক্ষার্থী ও গ্রামবাসী মানববন্ধন করেন।
মানববন্ধনে তারা হামলাকারীসহ তার আর কোনো সহযোগী থাকলে তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবি করেন।
উল্লেখ্য, গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠান চলাকালে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাত করে ফয়জুর রহমান। প্রথমে জাফর ইকবালকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। রাতে উন্নত চিকিৎসার জন্য বিমানবাহিনীর এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে আনা হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন।
হামলায় আহত ড. মুহম্মদ জাফর ইকবালের মাথা, বাম হাত ও পিঠে ৩৮টি সেলাই দেয়া হয়েছে। এর মধ্যে মাথায় ২৬টি, বাম হাতে ৬টি এবং পিঠের বাম পাশে ৬টি সেলাই দেয়া হয়েছে।
হামলার পরপরই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হামলাকারী ফয়জুর রহমানকে ধরে গণপিটুনি দেয়। এতে অজ্ঞান হয়ে পড়লে তাকে বিশ্ববিদ্যালয়ের একটি কক্ষে আটক করে রাখা হয়। রাত সাড়ে ৯টার দিকে র্যাব তাকে বিশ্ববিদ্যালয় থেকে আটক করে সিলেটে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করে।
ছামির মাহমুদ/আরএআর/পিআর