দেশজুড়ে

ফরিদপুরে বিপুল পরিমাণ ভেজাল ওষুধসহ আটক ১

ফরিদপুর শহরের গোয়ালচামট খোদাবক্স রোড এলাকা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ, ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ এবং খাদ্য পণ্যসহ অসিত কুমার বিশ্বাস (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। সোমবার দুপুরে তাকে আটক করা হয়।

আটক অসিত কুমার বিশ্বাস মধুখালী উপজেলার কামারখালী গ্রামের মৃত অনিল চন্দ্র বিশ্বাসের ছেলে।

র্যাব-৮ এর সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক মো. রইছ উদ্দিন জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে শহরের গোয়ালচামট খোদাবক্স রোডের স্বপনের বাড়ির ভাড়াটিয়া অসিত কুমার বিশ্বাসের (৪৫) ঘরে র্যাব-৮ এর একটি দল অভিযান চালায়। এ সময় তার ঘর থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ, ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ এবং খাদ্য পণ্য জব্দ করে তাকে আটক করা হয়।

পরে ফরিদপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ মল্লিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অসিতকে এক লাখ টাকা জরিমানা করেন। এছাড়া জব্দকৃত ওষুধ ও খাদ্য পণ্য বুলডোজার দিয়ে গুঁড়িয়ে ও আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় জেলা স্বাস্থ্য পরিদর্শক, ড্রাগ সুপার এবং বিএসটিআইয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এস এম তরুন/আরএআর/এমএস