দেশজুড়ে

পঞ্চগড়ে নির্মাণাধীন পেট্রল পাম্পের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

পঞ্চগড়ের খানপুকুর এলাকায় ‘পঞ্চগড় ফিলিং স্টেশন’ নামে নির্মাণাধীন একটি পেট্রল পাম্পের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। বুধবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ধসে পড়া ছাদের নিচ থেকে সাত শ্রমিককে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

নিহতরা হলেন- জেলা শহরের আক্কাস আলীর ছেলে গোলাম মাওলা লিটন (৩৫) ও ইউসুফ আলীর ছেলে বাবু (২৬)। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পঞ্চগড়ের পুলিশ সুপার মো. গিয়াস উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে।

শফিকুল ইসলাম/আরএআর/এমএস