ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পুকুরে ডুবে মুন্নি আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার দুওসুও ইউনিয়নের গুচ্ছগ্রামের সাধুবান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মুন্নি দুওসুও ইউনিয়নের গুচ্ছগ্রামের আব্দুল মাজেদের মেয়ে ও দুওসুও উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ছিল।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে মুন্নিসহ আরও কয়েকজন গুচ্ছগ্রাম সংলগ্ন সাধুবান্দা পুকুরে মাছ ধরতে যায়। পুকুরে মাছ মারার গ্যাস ট্যাবলেট দেয়ার কারণে মাছ মরে ভেসে উঠে। সেগুলো তুলতে গিয়ে মুন্নি পুকুরে পড়ে যায়। গ্যাস ট্যাবলেট পুকুরে দেয়ার কারণে মুন্নিকে উদ্ধারের জন্য কেউ পুকুরে নামেনি। পরে দুওসুও ইউনিয়নের চেয়ারম্যান সালাম বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসে কর্মীদের খবর দেন।
বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার গোলাম মোস্তফা জানান, বেলা সাড়ে ১১টায় ঘটনাস্থলে পৌঁছে বাঁশ দিয়ে ঘটনাস্থল চিহ্নিত করা হয়। পুকুরের গভীরতা বেশি হওয়ায় রংপুরের ডুবুরিদের খবর দেয়া হয়। রংপুর থেকে ডুবুরি দলের এক সদস্য ঠাকুরগাঁওয়ে শহরে পৌঁছানোর আগেই মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয় পয়রত আলী নামে এক জেলে পানিতে নেমে মুন্নিকে উদ্ধার করলে ফায়ার সার্ভিসের কর্মীরা মুন্নিকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোরশেদ মাসুম বিল্লাহ শান্ত তাকে মৃত ঘোষণা করেন।
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নান বলেন, আমরা মেয়েটিকে উদ্ধারের চেষ্টা করেছি। উদ্ধার করার পর বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
রবিউল এহসান রিপন/আরএআর/জেআইএম